বাংলাদেশের খুঁচরা ঔষধ বিপনীগুলোর কাজ সহজসাধ্য করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ - এর বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্প তাদের জন্য একটি ফার্মেসি ম্যানেজমন্টে সফটওয়্যার তৈরি করেছে। সফটওয়্যারটি বিপনীগুলো বিনামূল্যেই ব্যবহার করতে পারবে। এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে প্রতিটি ঔষধের বিক্রয়ের পরিমাণ, এন্টিবায়োটিক বিক্রয়ের তথ্য সহ নানা ধরণের তথ্য বিশ্লেষন করা সম্ভব হবে। বিপনীগুলো মেয়াদোত্তীর্ণ ঔষধ চিহ্নিত করতে পারবে এবং যথাসময়ে সেগুলো সঠিক পদ্ধতিতে সরিয়ে ফেলতে পারবে। তারা দৈনন্দিন, মাসিক ও বার্ষিক ক্রয়-বিক্রয় এবং লাভ-লোকসানের হিসাব জানতে পারবে। সফটওয়্যারটি’র এনড্রয়েড ভার্সন ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে Pharmacy Management Software লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। ব্যবহারকারীরা একই আইডি ব্যবহার করে ওয়েব ও এনড্রেয়ড ভার্সন হতে কাজ করতে পারবেন এবং তথ্য দেখতে পারবেন।
এই সফটওয়্যারটি ক্লাউড বেইজড অনলাইন সফটওয়্যার। এটি ব্যবহার করতে হলে আপনি অনুগ্রহ করে আপনার ঔষধের দোকানের তথ্য সহ প্রথমে সফটওয়্যার এ নিবন্ধন করুন। এই সফটওয়্যার এ নিবন্ধনের/রেজিস্ট্রেশনের জন্য এবং লগইন করে ব্যবহারের জন আপনার নিজস্ব একটি সচল ইমেইল আইডি প্রয়োজন। এই ইমেইল আইডিটি ই আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে।
নতুন নিবন্ধনের ক্ষেত্রে উপর REGISTRATION লিংকে প্রবেশ করে তথ্য পূরণ করুন। তারপর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। লিংকে ক্লিক করে আপনার ইমেইল ভেরফিকেশন পূর্বক প্রদত্ত ইমেইল ও রেজিস্ট্রেশন এর সময় দেয়া পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন।
যদি নিবন্ধনের/রেজিস্ট্রেশনের সময় দেখতে পান আপনার ইমেইল একাউন্ট ইতোমধ্যে ব্যবহৃত দেখাচ্ছে সেক্ষেত্রে পাসওয়ার্ড পুনরুদ্ধারে গিয়ে আপনার ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।
এই সফটওয়্যারটি’র পূর্বের ভার্সন হতে সকল ইউজার এর তথ্য (ইমেইল ও পাসওয়ার্ড) ইতোমধ্যে নতুন সফটওয়্যার এ মাইগ্রেট করা হয়েছে। আপনার পূর্বের ইমেইল ও পাসওয়ার্ড মনে থাকলে তা দিয়ে লগইন করতে পারবেন।