বাংলাদেশের খুঁচরা ঔষধ বিপনীগুলোর কাজ সহজসাধ্য করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ - এর বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্প তাদের জন্য একটি ফার্মেসি ম্যানেজমন্টে সফটওয়্যার তৈরি করেছে। সফটওয়্যারটি বিপনীগুলো বিনামূল্যেই ব্যবহার করতে পারবে। এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে প্রতিটি ঔষধের বিক্রয়ের পরিমাণ, এন্টিবায়োটিক বিক্রয়ের তথ্য সহ নানা ধরণের তথ্য বিশ্লেষন করা সম্ভব হবে। বিপনীগুলো মেয়াদোত্তীর্ণ ঔষধ চিহ্নিত করতে পারবে এবং যথাসময়ে সেগুলো সঠিক পদ্ধতিতে সরিয়ে ফেলতে পারবে। তারা দৈনন্দিন, মাসিক ও বার্ষিক ক্রয়-বিক্রয় এবং লাভ-লোকসানের হিসাব জানতে পারবে। সফটওয়্যারটি’র এনড্রয়েড ভার্সন ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে Pharmacy Management Software লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। ব্যবহারকারীরা একই আইডি ব্যবহার করে ওয়েব ও এনড্রেয়ড ভার্সন হতে কাজ করতে পারবেন এবং তথ্য দেখতে পারবেন।